![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
একদিন আমার জন্যই মসজিদের মাইক ঘোষিত হবে
একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ
ভাগ্যকুল নিবাসি, অমুকের পুত্র, অমুকের পিতা
জনাব মুজিব রহমান মৃত্যুবরণ করেছেন।
কে্ কেউ চমকে উঠবে, কেউ কেউ ভাববে
কোন মুজিব রহমান আবার এটা।
আবারো মাইকে সম্ভবত ঘোষিত হবে
বাদ আছর জানাজার কথা, দাফনের কথা
সেই জানাযায় এসে কেউ হয়তো বলবে
লোকটি বড়ই ভাল ছিল, সজ্জন ছিল, শিক্ষিত ছিল
এর বিপরীত কথা ভাবার মানুষও থাকতে পারে
শুধু দুর্ভাগ্য আমি এর কিছুই শুনবো না
আস্তে আস্তে কোষগুলো চলে যাবে পোকাদের দখলে
দুর্গন্ধ ছড়ানোর আগেই হয়তো সমাহিত করা হবে
শরীরের মাংস, অস্থিমজ্জা, হাড় খেয়ে ফেলবে পোকারা
এটাই প্রত্যেক মানুষের সমাপ্তির গল্প।
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৩
মুজিব রহমান বলেছেন: বাহ আপনি একাধারে বিশ্বাসী, পুর্নজন্মে বিশ্বাসী এবং বিবর্তন বাদী!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রুহ বা আত্মাটা রয়ে যাবে।
স্বপ্নের মতো- ভয় আনন্দ, শান্তি বা শাস্তির স্বাদ আস্বাদনের জণ্য।
জন্ম চক্রের বিবর্তনে আবার পুনরুত্থিত হবার পূর্ব পর্যন্ত!