![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
মানুষের মৃত্যুটা কত সহজ। পথেঘাটে বেঘুরে মরছে এদেশে এটা অহরহ। আজ সকালেই শুনলাম এ্যাড. রফিকুল আমিনের ভাই মানিক মারা গেছে। বয়স ৫০ হয়নি। লেবানন ছিল, ক্যান্সার আক্রান্ত হয়ে দেশে এসেছিল। তার দিন কয়েক আগে ভাগ্যকুল বাজারের তরুণ ব্যবসায়ী শাহনাজ শিকদার স্টোক করে মারা গেল দিনে দুপুরে। আমাদের সন্ত্রাসী, অসৎ রাজনৈতিক নেতা এবং দুর্নীতিবাজ আমলা-গামলারা যদি ভাবতো তারাও মারা পড়বে হয় বেঘোরে নয় স্বাভাবিকভাবে তাহলে তাদের লুটপাট অন্তত কমতো। আমি লক্ষ্য করেছি আমাদের সন্ত্রাসীরা মানুষের জানাযায় খুব একটা যায় না। তবে চল্লিশা খেতে ওরা যায়। আমাদের শীর্ষ নেতারা ভাবে তারা কোনদিনও মরবে না- একই রকম থাকবে। হায়! কোন একদিন তাদেরও মারা পরতে হবে হয় বেঘোরে নয় স্বাভাবিক ভাবে। আমাদের অনেক নেতাই বেঘোরে প্রাণ হারিয়েছেন, স্বাভাবিক মৃত্যুও হয়েছে অনেকের। তারা যদি একটু ভাবতো মরবোই তো শুধু নিজের ও দলের বাইরে একটু সাধারণ মানুষের কথা ভাবি। হায়, এ দেশে তা হবার নয়!
২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
কসমিক- ট্রাভেলার বলেছেন:
With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.
আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
বেলা শেষে বলেছেন: Brother , Salam & respect - we make so that we will never die!!!