![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
পার্বতী ও ফাতেমা খুবই ঘণিষ্ঠ ছিল। আমাদের মৌলবি স্যার বিষয়টি খুবই অপছন্দ করতেন। একদিন তিনি ধর্মের পরিবর্তে অন্য বিষয় পড়াতে আসলেন। ওরা দুজন ঘণিষ্ঠভাবে বসা ছিল। স্যারের মানহীন পড়ানোর যন্ত্রণা থেকে বাঁচতে ওরা নিজেদের মধ্যে দুএকটি কথা বলেছিল। আর পেছনে বসা কেউ ওদের দুজনের চুলে-চুলে বেঁধে দিয়েছিল দুষ্টুমি করে। স্যার সেই অপরাধে দুজনের চুলেচুলে বাঁধা অবস্থায় মার শুধু করলো। একজনকে মারলে তার প্রভাবে আরেকজন আরো কাবু হয়ে পড়ছিল। অতিরিক্ত মারে একটু দুর্বল পার্বতী অজ্ঞান হয়ে গেলে মার থামে। ডাক্তার ডাকতে হওয়ায় বিষয়টি নিয়ে সামান্য ঝামেলা হয়। এরপর থেকে ওরা ভিন্ন বেঞ্চেই বসতে শুরু করে।
[বি.দ্র.: নাম দুটি বদলে দিয়েছি]
[সিক্সে পড়ার সময়কার ঘটনা-২]
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪২
মুজিব রহমান বলেছেন: দেশের মানুষ এখনো সিক্সেই আছে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি একাই দেশ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬
মুজিব রহমান বলেছেন: আমি দেশ হলে এমন অবস্থা থাকতো না।
দেশে বৈষম্য, মৌলবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, অধিকারহীনতা এমন ভয়ানকভাবে থাকতো না।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
সাড়ে ৫ লাইনের পোষ্ট; তদুপরি, স্কুল জীবনের একটি অপ্রয়োজনীয় খারাপ অভিজ্ঞতা তুলে ধরেছেন; আমাদের সময়, কোন শিক্ষক, কোন অবস্হায় মেয়েদের গায়ে হাত তুলতেন না; আপনারা কার কাছে কি পড়েছেন, কে জানে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১
মুজিব রহমান বলেছেন: যথারীতি এ গল্পটিও বুঝতে আপনি ব্যর্থ হয়েছেন। টিউবলাইট হলেও এতক্ষণে বুঝতেন। দেখছি একেবারেই...
কিভাবে স্কুলগুলোতেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করে দেয় সেটাই দেখাতে চেয়েছি। আমাদের পরিবার, সমাজ ও স্কুল মানুষের মধ্যে ভাবাদর্শ তৈরি করে। মানুষ তা ডিঙ্গাতে পারে না। আরেকটু বোধ তো আশা করি। নইলে ব্লগিং করেন খামোখাই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২
মুজিব রহমান বলেছেন: দুঃখজনক অবশ্যই।
এভাবেই দুঃখজনক ঘটনাগুলো একটি সমাজ তৈরি করে দেয়।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " যথারীতি এ গল্পটিও বুঝতে আপনি ব্যর্থ হয়েছেন। টিউবলাইট হলেও এতক্ষণে বুঝতেন। দেখছি একেবারেই... "
-তা'হলে ইহাও একটি গল্প, ইহার বিশাল মরাল আছে, আমি বুঝতে পারিনি, আপনি বুঝেছেন! অভিনন্দন
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০
মুজিব রহমান বলেছেন: সবার সবকিছু বুঝার সামর্থ্য থাকে না। অন্তত চেষ্টা করতে থাকুন। তবে আপনি যে সে চেষ্টাও করেন না এই মন্তব্যে তা স্পষ্ট হল।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি এখনো ক্লাশ সিক্সে আছেন, নাকি সেভেনে প্রমোশান পেয়েছেন?