![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ধর্মের কল বাতাসে নড়ে এই প্রবাদটির কথা না হয় বাদই দিলাম।
ভাই, আমি কুরআনের কোন একটা আয়াতের এই রকম বাংলা অনুবাদ জানি ''আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন''
দুইটার সময় দুপুরের খাবার সেড়ে অফিসে ঢুকতেই আমার এক মেয়ে কলিগ মুখের সামনে কলম (মাইক্রোফোনের বিকল্প) ধরে জিজ্ঞেস করল-
দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেলু সাহেবের ফাঁসির রায় হয়েছে, এতে আপনার ইয়েটা বলেন।
সাঈদী সাহেব একজন আলেম মানুষ, আমিতো ভাই ওনার ধর্মীয় ব্যাপারে নাক, কান বা মাথা গলাতে পারিনা, তাই ওনার (সাঈদী) ফর্মূলা (আল কুরআন) অনুযায়ী কথাগুলো বললাম, ভাইজানেরা আমি কি খারাপ কিছু বললাম নাকি?
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
পরীবানু বলেছেন: চাইদি সাহেব আসলে লইট্টামাছ পন্থী আলেম................................
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
মনিরুজ্জামান স্বপন বলেছেন: হুম বড়ই চিন্তার বিষয়, সাঈদী সাহেব মনে হয় ঐ কথাটা ভুইল্লা গেছিল্
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
সাধারণ মুসলমান বলেছেন: স্বাধারণ বানানটা ভুল হইছে। প্রমাণ করলেন আপনি সত্যিই সাধারণ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: শ্রদ্ধেয় প্রাণ প্রিয় ,কলিজু , সাঈদি সাহেবর কদম মোবারকে অধমের মানপত্র।
হে মহান ময়নার ভাতার,
আপনার মতোন আর কেউ ময়নাআআআ বলে সুমধুর সুরে ডাকবে না ভাবতেই আমার পড়ে যায়,মানে চোখের পানি পড়ে যায়।
হে টিয়া,টুনটুনির নাগর,
আপনার মতোন কেউ টিয়া টুনটুনি বলে সুর লহরী বইয়ে ডাকবেনা ভাবলেই আমি ছিড়ি।মানে চুল ছিড়ি।
হে টেবিল সম্রাট,
আর কোনোদিন আপনার মতোন দক্ষতার সাথে টেবিলের সর্বোত্তম ব্যাবহার করবে না চিন্তা করতেই আমি ফালাই। আনন্দ ছুড়ে ফালাই।
হে পানের জাদুকর,
আপনার মতোন সুন্দর করে কেউ পানের জাবর কাটতে পারেনি পারবেও না।পান চিবিয়ে সেটা শেয়ার করার মতোন মহৎ হৃদয়ের মানুষ থাকবেন না ভাবতেই আমার দাড়িয়ে যায়।মানে শরীরের রোম দাড়িয়ে যায়।
হে মেশিন সম্রাজ্যের একচ্ছত্র মেশিনম্যান,
আপনার মেশিনে জং পড়ে যাবে ভাবতেই আমার নুয়ে যায়।কষ্টে মাথা নুয়ে যায়।
চালিয়েছিলেন মেলা মেশিন
আজ হয়েছে বন্ধ,
বাংলার বাতাসে আজ নেই লইট্যার গন্ধ।
কেউ বলেনা আয়রে উড়ে
আয়রে আমার ময়না
রাজাকার মুক্ত বাংলা দেখবো ,আর তো দেরী সয়না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
কর্ন বলেছেন: ভালো কথা