![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
তিন পাগলে জমছে মেলা নাইতে এসে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
গানটি শুনলে এখন আমার ভীষণ হাসি পায়। যে দেশ পাগলের আড়ত হয়ে গেছে সেখানে মাত্র তিন পাগলের কি দোষ? আমি সহ দেশের বেশির ভাগ (সম্ভবত ৯৫%) মানুষ যেখানে পাগল সেখানে মাত্র তিন পাগলের গান কেন? বলতে হবে ''সব পাগলে জমছে মেলা ক্ষমতা লয়ে, তোরা যাসনে আর পাগলদের কাছে।''
একটু চিন্তা করে দেখা দরকার কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। বুবু কিসের জন্য মরিয়া, আর আপা কি চায়। বিষয়তো একটায় ক্ষমতা। কিসের ক্ষমতা তাও বুঝেন নাই? আরে মিয়া- আমারে আর আপনারে পিডাইয়া লম্ভা করনের ক্ষমতা। পিডাইয়া চিত কইরা রোদে শুকাইতে দিতে পারার মত ক্ষমতা।
বুবু কইল মার্চ ফর ডেমুক্রেসি কর!! আমরা শুরু কইরা দিলাম। আরে মিয়া স্বাধীন দেশে স্বাধীনতার জন্য মার্চ করা লাগবে কেন? এই প্রশ্নের উত্তর খোঁজে তার সমাধান করলেইতো লেঠা চুকে যায়। গত পাঁচ বছর আপায় দলবল লইয়া টাকার পাহার বানাইছে এখন বুবুও তার দলবল লইয়া একটা পর্বত বানাইতে চায়। আর এই জন্যই আমাদেরকে (পাগলদেরকে) মার্চ ফর ডেমুক্রেসি করতে কয়।
স্বাধীন দেশে বিরোধী দলীয় বুবু (টাকার পর্বত বানানোর জন্য) মার্চ ফর ডেমুক্রেসি করবে তা আপার সইবে কেন? আপায় কইল-ঢাকার ঢোকার সব রাস্তা বন্ধ কইরা দেওয়া হোক, ওদেরকে আবোল তাবুল কর্মসূচি করতে দেওয়া উচিতনা। আমরা (আরেক দল পাগল) তাই করলাম, দিলাম সব রাস্তা বন্ধ কইরা, এমনকি বুবুর বাসা থেকে বাইরে বের হইবার রাস্তা্ও। বুবু এই মার্চ করলে আপার কি সমস্যা ছিল? ও হ্যা, সমস্যা একখান আছে বৈকি, দরজা জানালা বন্ধ কইরা একলাই খাইমু কাউকে দিমুনা এইজন্য।
সৌভাগ্য আর দূভাগ্যই বলেন আমার বউ একজন মুক্তিযোদ্ধার কন্যা ও জটিল আওয়ামিপন্থি মহিলা। ওনি তার দলের বা দলনেত্রীর কোন দোষ খোঁজে পাননা। আমার খুব কাছের এক বন্ধু একজন জটিল বিএনপিপন্থি। স্বাধীনতার পরে বিএনপি কোন অন্যায় করেছে এমন কথা তার অন্তত জানা নাই। অথচ একজন সাধারন মানুষের কাছে (পাগল ছাড়া) প্রশ্ন করলে দুই দলের অন্যায়ের এতবড় সনদ পাওয়া যাবে যা পড়ে শেষ করা নিশ্চয় সহজ হবেনা।
আমার বাবাও এক সময় (বিশ বছর আগে) আওয়ামিলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এখন আর তিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন না। কারন ওনার মতে বাংলাদেশে রাজনীতি নেই আছে শুধু হিংসা। এ জন্য আমার বাবাকেও বিশেষ শ্র্রেনীর পাগল বলে মনে হয়।
একটা কাজ করা যায়, আপা আর বুবুকে মুখোমুখি বসিয়ে দিয়ে বলতে হবে আপনারা নিজেরা নিজেদের গোষ্ঠি উদ্ধার করুন। প্রথমে একজন অন্যজনের দোষের কথা প্রচার করুন পরে গুনের কথা। প্রতিটি দোষের কথার জন্য এক নাম্বার কাটা যাবে আর প্রতিটি গুনের কথার জন্য এক নাম্বার যোগ করা হবে। তার পর নাম্বারের ভিত্তিতে ঠিক করা হবে কে ক্ষমতা পাবেন, তারপর পাগল সমাজ দেখুন মজা কাকে বলে। আজ আর না ও হ্যা, আর একটা কথা-
আমার নিজেকেও মাঝে মাঝে পাগল মনে হয় কিন্তু আমি ভেবে পাচ্ছিনা আসলে আমি কোন শ্রেনীর পাগল।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিমিটেড পাগল।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
অদিব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
মোঃ আব্দুস সালাম বলেছেন: