![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ক্লান্ত চোখে যখন ঘুম এলো
তুমি এলে তখন,
যা চেয়েছিলাম
যেন তার চেয়ে বেশি কিছু নিয়ে।
বাতাসে উড়ছিল
মাতাল চুল তোমার,
কপালে ছিল
খয়েরী রঙের টিপ।
হালকা খয়েরী রঙের
ছোঁয়া ছিল রাঙা ঠোটেঁ,
চোখে কাজল ছিল না-কি সুরমা
পায়ে আলতা পরতেও ভুলনি!
বালিকা, তুমি এসোনা
আর অমন করে,
কেন ভুলে যাও
আমিও যে পুরুষ!
তুমি চলে যাও
চলে যাও তুমি,
নইলে নি:শেষ হতে
সময় লাগবেনা আমার।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল