![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
আমি নরকে যেতে চাই,
তুমিও কি যাবে?
আমার পিছু পিছু!
যেতে যদি চাও
জন প্লেয়ার গোল্ড লীফ‘র
প্যাকেটটা নিয়ে এসো মনে করে,
তাড়াহুড়ো করে ফেলে এসেছি ওটা।
কি রাগ হচ্ছে?
মনে হচ্ছে যে ওটা
তোমার চেয়ে বেশি
কাছে টানে আমায়?
আরে না, সেরকম নয়,
ওটা আমাকে পুড়ায়
তুমিতো পুড়াতে পারনা
অমন করে।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো