![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
হঠাৎ-ই মাঝ রাত্তিরে যদি
আধাপাকা পেঁপে খেতে ইচ্ছে করে,
নাক টেনে দিয়ে বলো কিন্তু।
ঐ পাড়ার রহিম শেখের বাগানের
পেঁপেগুলো শোনেছি খুব মিষ্টি নাকি,
সাথে দিব গুটি কতক পেয়ারাও ।
মাঝ রাত্তিরে যদি
কবিতা শোনতে ইচ্ছা করে মোর!
তবে কি উদাস কণ্ঠে
ভাসাতে চাইবে কবিতার ভেলা,
না-কি তোমার চোখে মুখে
স্পষ্ট হবে বিরক্তির ছাপ।
যেদিন টিনের চালে
অবিরাম বৃষ্টি পড়বে,
অবাধ্য ঠোঁট চায় যদি
কপাল ছুঁইয়ে দিতে তোমার,
ঘুম ভাঙ্গাবার অপরাধে
আমার সাথে কি আড়ি দিবে তুমি?
যদি বলি চল ঐ লিচু বাগানে যাই,
জোসনারা সব ভির করেছে ওখানে,
তোমার কবিতার সাথে নীল জোসনা
মাতালের মতো কাছে টানে আমায়,
ঘুমের মায়া কাটাতে পারবে কি তখন
না-কি তোমার চোখের প্রবল ঘুম
আমার থেকেও বেশি কাছে টানবে তোমায়।
©somewhere in net ltd.