![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ইচ্ছে করে তোর সাথে দিই আড়ি
তারার দেশে বানাই ছোট্ট বাড়ি,
ইচ্ছে করে তোকে ছেড়ে
সেই দেশে দিই পাড়ি।
শত কাঁদলেও ফিরব না আর
খোঁজবি কত তুই,
কাঁদবি কত, বুঝবি সেদিন
কত্ত আপন ছিলাম যে তোর মুই।
তারার দেশে সত্যি যদি
যাইরে তোকে ছেড়ে
না ফিরে কি থাকতে পারব
একলা ছোট্ট ঘরে!
২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: হাহাহাহাহাহা- ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: সব অভিমান ভুলে ভালবাসার মানুষের সাথেই থাকুন।