![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
মজনু হতে ইচ্ছে করেনা আমার
সে তো পাগল ছিল!
সুস্থ মাথায় অনুভব করতে চাই
তোমার বিধ্বংসী ছোঁয়া।
দেবদাস হব কি তবে?
নাহ্, সেতো মাতাল ছিল একটা।
স্ব-জ্ঞানে অনুভব করতে চাই
তোমার রাঙা ঠোঁটের শুভ্র হাসি।
অপু হব কি হৈমন্তির?
ইচ্ছে করেনা তেমন।
ধরে রাখতে পারেনি সে
হৈম’র মতো অমূল্য রতন।
তোমাকে কাছে পাবার
নির্লজ্জ ইচ্ছে নিয়ে।
শ্রীকান্ত যদি হই তবে,
বঁইচি ফলের মালা হাতে নিয়ে
তুমি হবে কি রাজলক্ষী আমার?
২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শাহিন-৯৯ বলেছেন: "শ্রীকান্ত" এই উপন্যাসটা পড়তে অামার তিন লেগেছিল, কবিতাটি খুব সুন্দর, ভাল লাগল পড়ে।
৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক
শাহিন-৯৯
দুজনকেই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জবাব জানলে জানাবেন।