![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
তুমি বৃষ্টি ভালবাস তাই
অজর ধারায় বৃষ্টি ঝড়ালে
চোখে নোনা জলের সৃষ্টি হল
ক্ষুধা, তৃষ্ণা মরে গেল।
ভয়ংকর বৃষ্টি এলো,
সাথে কালবৈশাখি ঝড়ও এলো
গাছের ডাল ভাঙল
গাছ ভাঙল, দুষ্ট পাখির বাসা ভাঙল
বুকের পাঁজর ভাঙল
ভাঙল কত কি।
আঁচড় কাটলে তুমি বুকে
গভীর ক্ষতের সৃষ্টি হল
চোখের জলের বাঁধ ভাঙল
তারপর সব শান্ত হল।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে জেনে, আনন্দ পেলাম মনে।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা