![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
নিয়ন্ত্রণহীন মন আমার
পাগলা ঘোড়ায় চেপে
ছোটে চলে বাঁধাহীন,
বিধ্বংসের পথে।
কত যে উল্লাস তার
পতঙ্গের মতো,
পুড়ে মরার সাধ
মেটেনা আমার।
ভয়ংকর সে পথ তবুও
ছোটে চলা অন্তহীন
নির্ঘুম রাত নির্ঘুম চোখ
ক্লান্ত শরীর অবসর চায়
তবুও মানেনা মন
ছোটে চলে বাঁধাহীন
যেন সে অবিনশ্বর।
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অল্প বুদ্ধির মানুষ আমি, এত জটিল কথা বুঝিনা ভাই।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১
ধ্রুবক আলো বলেছেন: খুব ভাল লিখেছেন
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: হাজার এ কবিতা, বেকার এ সবিতা।