![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
অচেতন হতে ইচ্ছে করে
মেঘের দেশে হাওয়ায় ভাসতে
ইচ্ছে করে মাঝে মধ্যেই।
কথা বলতে ইচ্ছে করে
দূরের ঐ নীল আকাশের
মিটিমিটি তারাদের সাথে।
ইচ্ছে করে হারিয়ে যেতে
কোন কঠিন অন্ধকারের মাঝে
ভাল লাগেনা অসহ্য আলোর
নির্মম নিষ্ঠুর জলসানি আর।
বায়স-কালো অন্ধকারকে তাই
ইচ্ছে করে কাছে পেতে
ভালবাসতে প্রচন্ড ইচ্ছে করে।
নির্দয়ের মতো আমার আমিত্বকে
ঠিকানা বিহীন কোন দূর্গম
অচেনা নির্জনতায় ফেলে দিতে
চরমভাবেই ইচ্ছে করে আমার।
ভাল লাগেনা পরিচিত কোলাহল
অপরিসীম ভালবাসতে ইচ্ছে করে
চরম নি:শব্দ-নিস্তদ্ধ নিরবতাকে।
মায়া কাটাতে ইচ্ছে করে
ঢেউ খেলানো নদীর জলের
সবুজ শ্যামল সতেজ দুর্বাঘাসের
তীব্র আকর্ষণ ভাল লাগেনা আর।
নিজেকে জড়াতে ইচ্ছে করে
নীল আকাশের শুভ্র মেঘের
শীতলতায় ভরা আমৃত্যু আলিঙ্গনে।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
মনিরুজ্জামান স্বপন বলেছেন: এজন্যইতো ভাই আমার এরকম ইচ্ছে হয়।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছেরা পূর্ণতা পাক
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
মনিরুজ্জামান স্বপন বলেছেন: তাই যেন হয়! ইচ্ছেরাই যেন জয়ী হয় সব সময়।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লাভ কি? বাজারের জিনিস পত্রের দাম কি কমাতে পারবেন?