নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

অনন্ত সুখ

২০ শে মে, ২০১৭ সকাল ১০:০৯

হৃদয়ে রক্তস্রোত
সে তোমারই সৃষ্টি,
চোখে শ্রাবন ধারা
তুমিই ঝড়াতে পারো।
তোমার জ্বালানো আগুন
রি রি করে জ্বলে,
পুড়ে খাঁক হয়
হৃদয়ের প্রতি ইঞ্চিকণা।
তোমার কথার ভাঁজে
লুকিয়ে থাকা তীর,
দু:সহ যন্ত্রনা দেয়
অন্তহীন দিবা-রাত্রি।
তোমার ঠোঁটের হাসিতে
ঢেউ খেলে স্বর্গসুখ,
মূহুর্তেই ভুলে যাই
সকল যন্ত্রনাকে, নিজেকেও।
তুমিই কেবল পারো
মন ভুলানো মন্ত্র,
লুকিয়ে আছে তোমাতেই
আমার অনন্ত সুখ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মনিরুজ্জামান স্বপন বলেছেন: আমার প্রায় সব লেখাতে আপনার কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। খু-উ-ব ভাল লাগল।

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: চোখে শ্রাবন দ্বারা<ধারা হবে ।

ভাল লিখেছেন ।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মনিরুজ্জামান স্বপন বলেছেন: এডিট করা হলো। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। পড়েছেন জেনে ভাল লাগলো।

৩| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা। +++
আমারও ওই জায়গাতেই লুকিয়ে আছে অনন্ত সুখ,
শুভকামনা জানবেন।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মনিরুজ্জামান স্বপন বলেছেন: উৎসাহ পেলাম, ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

৪| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগছে কবিতা
শুভ কামনা ভাইয়ের প্রতি

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে জেনে প্রীত হলাম। সময় নষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.