![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
উদ্ভট অস্থির গরম
বাতাসে উড়ছে আগুন!
উদ্ভ্রান্তের মতো ছোঁটছে
দিশেহারা কর্মব্যস্ত মানুষ।
উন্মত্ত মাতাল সূর্য
স্ফুলিঙ্গ ছড়াচ্ছে চারপাশে,
মাত্রাতিরিক্ত তাপমাত্র্রায় পোড়ছে
জীবের অস্থি-মজ্জা, মগজ।
অশান্ত অগ্নিসম তাপে
শরীরে নিরন্তর বইছে,
ঘামের ছোট বড়
অজস্র বিশ্রী ধারা।
সূর্যের নিষ্ঠুর আক্রোশে
আমি-তুমি সবাই জিম্মি,
অসহ্য ভয়ংকর তাপে
পোড়ছে পথের ধুলিকণাও।
চরম শীতল পরশে
ভিজতে চাই আমি,
বহাও সহস্র প্রেম-ধারা
ভিজিয়ে দাও আমাকে।
২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: উৎসাহ পেলাম, ধন্যবাদ।
২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৫
মোঃ মুসা ইসলাম বলেছেন: সুন্দর
২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ, ভাইজান।
৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:০৩
ধ্রুবক আলো বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং আরও বাড়বে।
কবিতা ভালো লাগলো।
২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩২
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।