| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরুজ্জামান স্বপন
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
আমি নরক থেকে ওঠে আসা
কাবুলিওয়ালা এক
উষ্ণ ভালবাসা ঋণ দেব তোমায়
সুদ চাইনে, আসল ফিরিয়ে দিও।
নিষ্ঠুর আর পাষাণ হৃদয় আমার
মায়া নেই একচুল,
বুঝে নিব আমার ষোলআনা পাওনা
এক বিন্দু ছাড় পাবেনা তুমি।
ভিষণ উন্মাদ আর স্বার্থপর আমি
মহৎ নই মোটেও,
এক কণা বাকী থাকতে ঋণ
কিছুতেই পিছু ছাড়বো না তোমার।
আমি নির্দয় নিষ্ঠুর এক কাবুলিওয়ালা
দিয়েছি তোমায় ঋণ,
হারাতে দিবনা কোথাও কখনো তোমায়
ছায়া-সঙ্গি হয়ে রব আমি অন্তহীন।
নিদারুন ভয়ংকর মানুষ তবুও
হৃদয়ে ভালবাসা বিস্তর,
তোমায় দিয়ে অকাতরে অফুরন্ত প্রেম
নিজেই দেউলিয়া হবো হয়ত একদিন।
৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪২
মনিরুজ্জামান স্বপন বলেছেন: নির্দিষ্ট করে বললে ভাল হতো, ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য।
২|
৩০ শে মে, ২০১৭ রাত ৯:২৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন++
৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ জানবেন। অনুপ্রাণিত হলাম।
৩|
৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো +++
৩১ শে মে, ২০১৭ সকাল ৯:০৫
মনিরুজ্জামান স্বপন বলেছেন: আপনার মন্তব্য পেলে কেন জানি না অন্য রকম লাগে। পড়েছেন জেনে ভাল লাগছে।
৪|
০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৭ রাত ৮:১৯
কবীর বলেছেন:
সুন্দর হয়েছে+
একটু টাইপিং সচেতন হতে হবে ?