নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

ভয়ানক কবিতা

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:০১

ভিনগ্রহ থেকে ছিটকে পড়া এক
উদ্ধত মাতাল উল্কা আমি,
ধ্বংস করে দেব তোমায়।
তোমার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আমি
উল্লাসে অট্ট হাসি হাসব,
নিষ্পলক চোখে দেখবে তুমি।
গত জন্মে যখন জন্মেছিলাম
অশান্ত অতৃপ্ত পৃথিবীর পরে
সৃষ্টির সেরা মানুষ হয়ে।
তোমায় বেসেছিলাম অপরিসীম ভাল
অকারণ ঘৃনা দিয়েছিলে তুমি,
ভালবাসার শেষ বিন্দুটুকু নিয়ে।
হেমলকসম বিষের যন্ত্রনা দিয়ে
নির্দয় নিষ্ঠুরের মতো তোমার
প্রাণের পতন ঘটাব আমি।
তোমার অনিবার্য অকারণ ধ্বংস
কিছুতেই রুখতে পারবেনা কেউ,
নিদারুন যন্ত্রনায় নি:শেষ হবে তুমি।
বিধ্বংসের নেশায় মাতাল আমি
চোখের বিষাক্ত অগ্নিসম দৃষ্টিতে
পুড়ে খাঁক হবে তুমি।
প্রচন্ড মানসিক যন্ত্রনা থেকে
যখন তুমি মুক্তি চাইবে,
প্রলয়-হাসি হাসব তখন আমি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

জুনিয়ার ব্লগার বলেছেন:

ভালো হয়েছে +

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ জানবেন।

২| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:২০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, কবিতা ভালো লাগলো।


#মিসির আলী কেন?

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: হাহাহাহা, আমি এই নামটাতে ভিষন রকম দূর্বল। এখানকার নামটা্ও চেঞ্জ করতে চাই কিন্তুু পারছিনা। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.