![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
আপনি একজন কবি
আপনি সবই বুঝেন
জমাট বাঁধা অন্ধকারে
আলো খুঁজে ফিরেন।
আপনি একজন কবি
কত কিছু লিখেন
বাস্তব ভুলে গিয়ে
আবেগ দিয়ে দেখেন।
কি হবে আর লিখে
নষ্ট পংক্তিমালা,
আপনি কি আর বুঝেন
ক্ষুধার কত্ত জ্বালা?
পঁঞ্চাশ টাকায় চাল
নুনের কথা বাদ,
কেমনে আপনি বুঝবেন
পান্তা ভাতের স্বাধ!
ওহে কবি মশাই
বলছি শুনুন হেসে
দু:খ-গাঁথা যায়কি লেখা
আরাম চেয়ারে বসে?
আপনি শখের কবি
দেখেন রঙিন চোখে
কুঁড়েঘরের কষ্ট লিখেন
দালান ঘরে বসে।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। অনুপ্রাণিত হলাম।
২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৭
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
তবে কবি বোঝেন বলেই তো লেখেন........... "পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"
এমনি অনেক পাওয়া যাবে।
শুভকামনা রইল।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৪
মনিরুজ্জামান স্বপন বলেছেন: জ্বি, অনেকেই বুঝেন। ধন্যবাদ জানবেন।
৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৪
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৫
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৪| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৫:২০
স্বতু সাঁই বলেছেন: আমি কবি,
আমার কবিতায় আঁকি মানবজীবনের ছবি!
কবিতা হলো সত্তার প্রবচন,
প্রকৃতি হলো উপমা, রূপক মানবজীবন!!
৫| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৯
মনিরুজ্জামান স্বপন বলেছেন: চমৎকার বলেছেন। ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৪৩
বে-খেয়াল বলেছেন: সুন্দর কবিতা অসাধারন শব্দের মিশ্রন ছন্দের তালে, লেখায় ভাললাগা রইলো।