![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
মানবতা নেই তবু্ও আমি মানুষ
মান নেই হুশ নেই
মানবিকতা নেই,
আমি তবুও মানুষ।
লাঞ্চিতা হয় আমার করতলে
শিশু যুবক বৃদ্ধ সকলে,
পুড়ে ছাই হয় কত পরিবার
আমার চোখের বিষানলে।
আমার কামনার আগুনে পুড়ে নারী
শ্লীলতা হারায় কোমলমতি শিশু,
মজুতদারী কালো দান্ধা সবই আমার আছে
দিনের আলোয় আমিই সাঁজি যিশু।
শয়তানি আর দুষ্টবুদ্ধি
ভালই আমি জানি
অন্যের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে
অট্টহাসি হাসি।
তবুও আমি মানুষ
মায়া নেই, দয়া নেই
মনুষত্ব অবশিষ্ট নেই একচুল
তবুও আমি না-কি মানুষ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মানুষই তো বটে
সুন্দর হয়েছে