নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

পূর্ণ চন্দ্র গ্রহন

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

রূপালী চাঁদে লেগেছে গ্রহন
ক্রমশ নিকষ কালো অন্ধকার
আর ভয়ংকর নিরবতার কাছে
পৃথিবী নিজেকে করবে সমর্পণ।
আমার ভেতরেই জেগে ওঠবে
অবাধ্য এক অন্য আমি
স্বপ্ন সাজাবে আবার ভাঙবে
থামবে না কভু স্বপ্নলোকে ভ্রমন।
গভীর ভাবনার ফেনিল সমুদ্রে
মাঝিহীন ছোট্ট তরী খানি
ঢেউয়ের ছন্দে ভাসবে কেবল
পাবে না তীর সত্য চিরন্তন।
থেমে যাবে জীবনের কোলাহল
পিনপতন নিরবতায় নামবে আধার
থাকবেনা চাঁদ পৃথিবীর পরে
চলবে তবুও প্রাণের স্পন্দন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


এমিবাও টিকে থাকে! আত্মসমর্পনের আগে গাওয়া জাতীয় সংগীত

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মনিরুজ্জামান স্বপন বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩২

বিজন রয় বলেছেন: যাক সব ভেসে যাক।
শুধ কবি যেন থাকে।

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪২

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া :)

২৪ শে জুন, ২০১৭ রাত ৯:২৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +++

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৪৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনুপ্রাণীত হলাম ভাইয়া, ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.