নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

অসীমে হারাই চলো

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫২

বিধাতা জীবনে টেনে দিয়েছেন লক্ষণ রেখা
আমি একা নই শুধু তুমিও বন্দিনী,
ভীষণ রকম ফেঁসে আছি নীতির গ্যাড়াকলে
প্রাণ খুলে হাসবো খানিক মুক্তি পেলে।
সংগোপনে আজি দুজনাতে হোক অলিখিত চুক্তি
সাথে হাসবে তুমিও যেদিন হবে চিরমুক্তি,
মুক্তির চরম আনন্দে তুমি গাইবে গান
আত্মায় আত্মা মিলে পাবে মৃত্যুহীন প্রাণ।
সেদিন থাকবেনা বাঁধা থাকবেনা নিয়মের বেরাজাল
তুমি আমি অভিন্ন হয়ে থাকব অনন্তকাল,
অসীমে হারাই চলো অনিশ্চয়তার প্রত্যাশা নিয়ে
নির্মম নিষ্ঠুর পৃথিবীকে দুপায়ে ঠেলে দিয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন:
বিধাতা জীবনে টেনে দিয়েছেন লক্ষন রেখা
আমি একা নই শুধু তুমিও বন্ধিনি,
ভিষণ রকম ফেঁসে আছি নীতির গ্যারাকলে
প্রাণ খুলে হাসবো ক্ষানিক মুক্তি পেলে।
সংগোপনে আজি দুজনাতে হোক অলিখিত চুক্তি
সাথে হাসবে তুমিও যেদিন হবে চিরমুক্তি,
মুক্তির চরম আনন্দে তুমি গাইবে গান
আত্মায় আত্মা মিলে পাবে মৃত্যুহীন প্রাণ।
সেদিন থাকবেনা বাঁধা থাকবেনা নিয়মের বেড়াজাল
তুমি আমি অভিন্ন হয়ে থাকব অনন্তকাল,
অসীমে হারাই চলো অনিশ্চয়তার প্রত্যাশা নিয়ে
নির্মম নিষ্ঠুর পৃথিবীকে দুপায়ে ঠেলে দিয়ে ।

বানানগুলি ঠিক করে দিন।
শুভকামনা রইল।

২| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.