![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
নিরব রাত বাঁকা চাঁদ
নিষ্ঠুর হাসি সবই থাক,
জীবন নদীর প্রবল স্রোতে
চাওয়া পাওয়া ভেসে যাক।
ফল হবেনা হিসেব কষে
ফিরবেই ঘরে একলা পাখি,
সেও হয়ত দিবে ফাঁকি
অসীম সুন্দর অন্ধকারকে ভালবেসে।
ঘাসের বুকে শিশির বিন্দু
থাকেনা আর সূর্য এলে,
হাওয়ায় হারায় নি:শেষ হয়ে
বুকে নিয়ে বিষাদ সিন্ধু।
কেউ দেখে না কেমন করে
অনল ছাড়াই হৃদয় পোড়ে,
নিরবে মন যাত্রা করে
প্রেম বিলাসী জীবন ছেড়ে।
ধমকা হাওয়ার প্রবল ঝড়ে।
একদিন সবই হবে নিরব,
ভাঙা তরী ঠেকবে যখন
কষ্ট নদীর বালু চড়ে।
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫২
শূন্যনীড় বলেছেন: ছন্দময় হয়েছিল প্রায়, ভালোই লাগলো।
৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:১১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +