![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
চলো উদাস হয়ে পদ্ম দিঘীর পাড়ে বসে,
চোখের তারায় সাত রঙা বর্ণিল স্বপ্ন আঁকি,
হারানো স্মৃতিগুলোকে আবার বন্দি করি মনের ফ্রেমে।
জীবনের এখনো অনেকটা পথ বাকী পড়ে আছে,
পথের পাথেয় সংগ্রহ করি চলো একসাথে দুজনে,
ছেঁড়া স্বপ্নগুলোকে সেলাই করে নিই অদৃশ্য সুই সুতায়।
চলো দুজন দুজনকে ভুলে যাওয়ার ওয়াদা করি,
মানুষ অভ্যাস সৃষ্টি করে অভ্যাস মানুষকে নয়,
দুজনে ভাল করেই জানি এসব পুরোনো কথা।
চলো দুজন একাকী বাঁচার অভ্যাস করি,
চলো না হয় একবার হারিয়ে যাবার চেষ্টা করি,
কৃষ্ণ রঙে চন্দ্র যেমন পৃথিবী থেকে হারায়।
না হয় চলো ঐ কৃষ্ণচুঁরার তলায় বসে,
দুজনে অবিরাম নতুন কোন স্মৃতি তৈরী করি,
বাঁচার জন্য তোমাকে চাই, না হয় তোমার স্মৃতি।
তুমি চাইলে নতুন একটা কবিতা লিখতে পারি,
অন্তমিল ছাড়াও বিয়োগাত্বক কবিতা হয় বেশ,
না হয় চলো দুজন দুজনার খুনি হই একবার।
২| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
শুভকামনা রইল
৪| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৭
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: মাঝে মাঝে কিছু কবিতা পড়ি আর ভাবি,,,, এ তো আমার মনেরই চাওয়া। পাশাপাশি এটাও মনে হয়,,,, কবিতার লেখা গুলো কি আমার মষ্তিষ্কে ঢুকে বিক্রিয়া করছে, আমার ইমোশনকে উষ্কে দিচ্ছে?
আমি কনফিউজড হয়ে যাই।