নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

আমিই তোমার স্রষ্টা

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৭

সন্ধে বেলার ডুবন্ত সূর্য থেকে রং নিয়েছি চেয়ে,
রং নিয়েছি অসংখ্য প্রজাপতির ডানা থেকে,
নাম না জানা কত ফুলের রং নিয়েছি,
রং নিয়েছি মধ্য রাতের শুভ্র চাঁদের,
কল্পনার হাজার রঙে তোমায় করেছি সৃষ্টি।
জোনাকি পোকা থেকে নীল আলো নিয়েছি
ভরা পূর্ণিমার গৃহত্যাগী জোসনা নিয়ে সাথে
তোমার একটা শরীর দিয়েছি আমার কল্পনায়
দুর্নিবার আকর্ষণ দিয়েছি সে শরীরে তোমার।
চিত্রা হরিণীর কালো চোখের মায়া ধার করেছি আর
কালো কোকিলের কণ্ঠ থেকে নিয়েছি মায়া চেয়ে
তোমার চাহনীতে সেই অফুরন্ত মায়া দিয়েছি ঢেলে
চোখের পাঁপড়িতে দিয়েছি নিষ্পলক চেয়ে থাকার শক্তি।
মনে তোমার আবির রাঙা শুদ্ধতা দিয়েছি
মান-অভিমান রাগ-অনুরাগ মুছে দিয়েছি চিরতরে
অহিংসা পরম ধর্ম- লিখে দিয়েছি তোমার অন্তরে
তোমার বুকে এঁকে দিয়েছি আমার মানচিত্র।
আমার প্রতি দিয়েছি তোমায় আজন্ম দুর্বলতা
যতদিন আমি থাকব তুমিও থাকবে ততদিন
শুধু আমাকেই ভালবাসবে তুমি হৃদয় উজাড় করে
শুধু আমাকে ভালবাসতেই তোমায় করেছি সৃষ্টি।
তুমি আমার কল্পনা, বাস্তবে তোমার অস্তিত্ব নেই
তাইতো, আমার অষ্ট-প্রহর তোমার সাথেই কাটে
মুহূর্তের জন্যও তুমিবিহীন হতে পারি না আমি
বিধাতা নয়, তুমি আমারই উন্মত্ত মাতাল সৃষ্টি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিরোনামসহ
কবিতাটি কেমন জানি দাম্ভিকতায় পূর্ণ লাগল :( না আমার বুঝার ভুল

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

মনিরুজ্জামান স্বপন বলেছেন: সামান্য ভুল করেছেন বুঝতে। এটা দাম্ভিকতা নয়, প্রাণের উচ্ছাস। কল্পনায় একজনকে সৃষ্টি করতে পেরে উচ্ছসিত হৃদয়ের লেখা এটা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.