নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

তোর ভাবনায় আমি নেই

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

তুই আমার তুমি হলে মন্দ হতো না,
স্বপ্নগুলো বানের জলে ভেসে যেতো না।
এক চিমটি প্রেম নিয়ে থাকতিস যদি পাশে,
দু:খ ভরা একটা জীবন কাটিয়ে দিতাম হেসে।

সোহাগ করে পাগল বলে ডাকিসরে তুই যাকে,
আমার চেয়ে বেশি ভাল বাসে কি সে তোকে?
ঘোমটা দিয়ে ওগো বলে ডাকতিস যদি তবে,
চাওয়ার আগেই হৃৎপিন্ডটা দিতাম তোকে সপেঁ।

নাও দৌড়ানি খেলতাম দুজন জোসনা রাত্রি এলে,
তোর নয়নে নয়ন রেখে সবই যেতাম ভুলে।
আনমনে তুই অহর্নিশী ভেবে চলিস যাকে,
আমার মতো নিত্য কাজে সেও কি তোকে ভাবে?

ছিলাম না কখনো আমি তোর ভাবনাই জানি,
তবুও আমি নিত্য ভাসাই ভাবনার তরি খানি।
বৃষ্টি এলেই তোকে নিয়ে হাজার স্বপ্ন দেখি,
সেও তোকে ভাবে তবে সবি নকল, সবি মেকি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০২

দলছুট শালিক বলেছেন:
ছিলাম না কখনো আমি তোর ভাবনাই জানি,
তবুও আমি নিত্য ভাসাই ভাবনার তরি খানি।
----------- অসাধারণ, দারুন, অসম্ভব শব্দমালা
শুভ কামনা, ভাল থাকবেন।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনেক অনেক আন্তরিক মোবারকবাদ আপনাকে।

২| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: তুই আমার তুমি হলে মন্দ হতো না,
স্বপ্নগুলো বানের জলে ভেসে যেতো না।
প্রথম লাইন কটি বেশ হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৭

রানার ব্লগ বলেছেন: বেশ হোয়েছে +

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর প্লাসের জন্য হৃদয় থেকে ,,,,,,,,,,,,,

৪| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

ওমেরা বলেছেন: তার টাই আসল তাই সে তাকে পেয়েছে ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

মনিরুজ্জামান স্বপন বলেছেন: জ্বি, সেরকমই তো হবার কথা। ধন্যবাদ।

৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

হৃতপিন্ডটা< হৃদপিন্ডটা কোনটা ঠিক হবে ?

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫২

মনিরুজ্জামান স্বপন বলেছেন: হৃৎ‌পিন্ড হ‌বে, আ‌মি পূর্ণ ত দি‌য়ে লি‌খে‌ছি। ধন্যবাদ জান‌বেন।

৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫২

মনিরুজ্জামান স্বপন বলেছেন: শুক‌রিয়া, প্লা‌সে প্রেরণা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.