![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
মিথ্যে বলা আজকাল চলে অবলীলায়,
বকুল তলায় থেকে বলি আছি শ্যাওড়া তলায়।
অকারনে মিথ্যে বলা চলছে অহরহ
মিথ্যার কাছে সত্যরা আজ হচ্ছে আজ্ঞাবহ।
সত্য কথা গোমড়ে কাঁদে মিথ্যা অপবাদে,
মন মেতেছে অন্ধকার আর মিথ্যার নুনতা স্বাদে।
মিথ্যুকেরে টানছি বুকে সত্য পায়ে ঠেলে,
পার পেয়ে যায় মিথ্যুকেরা সত্যবাদী জেলে।
মিথ্যার বেড়াজালে সভ্যতা আজ বন্ধি
নির্বিচারে মিথ্যার সাথেই করে চলছি সন্ধি।
©somewhere in net ltd.