![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ভাবনার সরোবরে ফোটেছে নীল পদ্ম
গরলে মিশায়ে প্রেম রচিতেছি তাই
একটি নির্মল বেদনার মানুষখেকো গদ্য।
তুলতে গিয়ে প্রসন্ন রক্ত কমল
খুনে রঞ্জিত হয়েছে হস্ত জোড়া,
লাভের খাতায় মস্ত শূন্য কেবল।
ছোঁয়ায় বুঝেছি তা- ছিল হলাহল
সেথায় যন্ত্রনা আছে জেনেও তবু,
আঁখি জল নিত্য করে টলমল।
পেয়েছি তার থেকে নিরন্তর অবহেলা
গোধুলী বেলায় ভাবছি বসে তাই,
কোন মন্তরে তাহারে যায় ভুলা।
রক্ত আজ উল্লাসিত দুর্বোধ্য ভাবনায়
বৃথায় আমি খুঁজিয়া চলেছি তারে
নাই সে আমার হৃদয় আঙিনায়।
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। শুভকামনা