![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
মধ্য রাতের রূপালী চাঁদ
ছোঁতে চায় এই মন,
যায়না ছোঁয়া তারে কভু
অবুঝ মন মানেনা তবু,
নিত্য রাতে বসে ভাবে
মিটবে কখন মনের সাধ।
আমার ঘরটি আধার করে
দূর দিগন্তের মাঠের পরে
চাঁদ নেমেছে কাহার ঘরে?
কাহার তরে মিস্টি হাসে
কাকেই বা সে ভাল বেসে
আঁছড়ে পড়লো ধুলার পরে।
আমি যখন একা থাকি,
ঘুম আসেনা পোড়া চোখে,
চাঁদকে ভেবে ভেবেই আমি
রাঙা প্রভাত আনি ডেকে,
অধরা চাঁদ দূরেই থাকে
আমি কেবলই কাছে ডাকি।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৭
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধরা যায় না জেনেও কাছে ডাকি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৭ রাত ১:৫২
ওমেরা বলেছেন: আকাশের চাঁদ সে কি আর ধরা যায় !!