![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
স্যাট আপ মিস্টার মনির
অনেক বলেছেন, এবার থামেন
আমাকে এবার- বলতে দেন।
আপনার বাহিরে সাঁটানো আছে,
হাজার রঙে রাঙা পোস্টার।
পোস্টার দেখে যায়না বুঝা
আপনি বাঁকা, না-কি সোজা।
বাহিরে এক ভিতরে অন্য
কিছুটা সামাজিক, বাকীটুকু বন্য।
মানুষ চেনা যায় মিশলে
খাটিঁ সোনা যায় চেনা
কষ্ঠি পাথরের সাথে ঘষলে।
চিনতে পেরেছি আপনারে আমি
কাঁচকে ভেবেছি হীরাসম দামী।
ভিতরটা অন্ধকার, বাহিরে পোস্টার
বাহির আর ভিতর এক-নয় আপনার।
মিসেস নীলা এবার থামেন
অনেক বলছেন, বিশ্রাম নেন,
আমাকেও কিছু বলতে দেন।
জানি মুখোশ আছে আমার
আমি নীচ তাও মানি,
বলুনতো মুখোশ নেই কার?
মুখোশ কি নেই আপনার?
জানিনা আপনি কতটুকু দেখেছেন,
বলেছেন তার চেয়ে বেশি
যতটা আপনি, নিজে বুঝেছেন।
মুখোশের আড়ালে থাকে মুখোশ
লক্ষ পোস্টারে লুকানো মানুষ,
মিস্টার মনির হেসে বললেন।
©somewhere in net ltd.