নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

প্রেম কারে কয়?

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

দ্বীপান্তরের ছোট্ট পরী
আমাকেও সঙ্গে করি
চল-না যাই সকল ছাড়ি,
বললে তুমি ঘুমুবো এখন
আসতেছে ঘুম দুই চোখ ভরি।

চল-না যাই তারার দেশে
মেঘের সাথে হাওয়ায় ভেসে,
দেখব আমি কেমন দেখায়
থাকলে ঐ-মুখ চাঁদের পাশে।
তুমি বললে ব্যস্ত আমি
তুমিই ভাস মেঘের দেশে।

চল গায়ে জোসনা মাখি
চাঁদের পাশে তোমায় রেখে
কোনটা সুন্দর মিলিয়ে দেখি।
ঝাঁঝালো স্বরে বললে তুমি
বন্ধ কর বাজে প্যাঁচাল,
ঘুমে আমার জ্বলছে আঁখি।

তবে চল রোমান্স করি
নয়নে তোমার নয়ন রেখে
প্রেম সাগরে ডুবে মরি।
বললে তুমি-গর্জে ওঠে
রাগে দন্ত চেপে ঠোঁটে
প্রেম কারে কয় বোঝ নাকি?

যাবে চল শপিং করি
কিনে দেব শাড়ি চুড়ি,
হেসে তুমি বললে তখন
এত্ত করে বলছ যখন
রিক্সায় করে যাব দুজন
কিনে দিও একটা ঘড়ি।

প্রেম সে-তো শুধুই ফাঁকি
আমি অজ্ঞ, আমি বোকা
প্রেম কারে কয় বুঝি না-কি!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

ধুতরার ফুল বলেছেন: অসাধারণ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মনিরুজ্জামান স্বপন বলেছেন: বেশি করে না বললেও পারতেন। ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



অনেক স্বপ্ন

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মনিরুজ্জামান স্বপন বলেছেন: হাহাহা-স্বপ্নে স্বপ্নময়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সোহানখুলনা বলেছেন: যা বলেছেন ভাই , আসাধারণ

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: ধন্যবাদ জানিয়ে গেলাম লেখাটা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.