![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ধর্ষক তুমি,
দাজ্জালের মতো, মায়ের বুক চিরে
পৃথিবীতে জন্ম তোমার
তোমার নারকীয় জন্মে
স্তব্ধ পৃথিবী, স্তব্ধ সৃষ্টিকুল
তোমায় দেখে লজ্জায়-ঘৃনায়
আড়ালে মুখ লোকায় পশু
তোমার হিংস্রতা হার মানায়
হিংস্র হায়েনাকেও
তুমি মানুষ নও
তুমি ধর্ষক, ধর্ষক মানুষ হয় না
হতে পারে না।
টেনে হিঁচড়ে ছিড়েঁ ছিঁড়ে
ভাগাড়ে পরে থাকা
মৃত পশুর মাংস খায়
শকুনের পাল, জীবিত ছোঁয় না
ওদের ধর্ম আছে
তোমার নেই
তুমি পশুও নও
তুমি শুধুই ধর্ষক।
©somewhere in net ltd.