![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
আকাশে নিশ্চুপ বিবর্ণ চাঁদ
জোসনার সেই তীব্র আকর্ষণ নেই,
বাতাসে তোমার চুলের গন্ধ নেই।
নিষেধ মানেনা, জেগে ওঠে বারেবার
মনের গহিনে চাপা পড়া বিষাদ।
ভয়াল সময়ে থমকে আছে পৃথিবী
নেই তোমার ভুবন ভুলানো হাসি
থমকে দাড়িয়েছি আমি স্মৃতির চিতায়
চোখে ভেসে ওঠে জলছাপ তোমার
অন্তরাত্মা ওঠছে কেঁপে নিমিষেই।
তোমার বদলে যাওয়া অবয়বে
তৃষ্ণার্ত আত্মাদের আর্তনাদ দেখি আমি
সেখানে ভালবাসা নেই, আছে অভিশাপ
অহর্নিশী অন্তরে কাঁদে ভালবাসার স্মৃতি
অন্ধকার গ্রাস করে গৃহত্যাগী জোসনাকে
আমি ভাসি একা স্মৃতির রোমন্থনে।
©somewhere in net ltd.