![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
ভোরে, ঘুমের ঘোরে আমি,
শিয়রের খুব কাছে,
ততটাই কাছে, যতটা কাছে থাকলে
অনুভব করা যায় তোমার
উষ্ণ নিঃশ্বাসের ভয়ানক ছোঁয়া।
পাতকী মোহ জড়ানো কন্ঠে
আমার অভিমানী তুমি
ডাকছো বুঝি আমায় -
ওগো শুনছো.....?
পোড়া ঘুম ভাঙলো আমার,
বিছানা মহাশ্মশান যেনো।
তবে কি ছিলেনা তুমি!
অভিমান ভুলে ডাকোনি আমায়?
আমি যে এখনো শুনছি
সেই উথাল পাথাল ছন্দে,
আকাশ বাতাস কাঁপিয়ে তোলা ডাক-
ওগো শুনছো.....?
তবে কি... আমার ভেতরেই তোমার বাস?
তাই যদি হয়, সেখানেই থাকো
শূন্য বিছানায় পরে থাক
আমার তুমি পূর্ণ মগজ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
অবনি মণি বলেছেন: আমার ভেতরেই তোমার বাস?
তাই যদি হয়, সেখানেই থাকো
শূন্য বিছানায় পরে থাক
আমার তুমি পূর্ণ মগজ।