![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
নিশ্চিত হতে পারতাম যদি
আমার পূণর্জন্ম হবে,
আয়ুরেখা বদলে দিতাম
নিজের হাতে তবে।
তোমার আত্মার আত্মীয় হতাম
ঈশ্বরের পায়ে ধরে,
বিদ্রোহী এক জন্ম নিতো
তোমার পাশের ঘরে।
বারে বারে আসবো ফিরে
তুমি যদি চাও,
সব জনমেই আমার হবে
যদি কথা দাও।
১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩
মনিরুজ্জামান স্বপন বলেছেন: অনুপ্রাণীত হইলাম..। অনেক অনেক কৃতজ্ঞতা।
২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: Last Stanza ........is very touching .........nice poem
১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪
মনিরুজ্জামান স্বপন বলেছেন: আপনার হৃদয় ছূঁতে পেরে ধন্য আমার লেখা, ধন্য হলাম আমি।
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইস্ রে যদি সত্যি হত!
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: এখন কেউ কথা দেয়না, রাখেও না।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ভাল লাগলো।
+++