![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।
এক জনম নয়...,
এ আমার হাজার জনমের সাধ।
তুমি আমি দুজনে....,
কোন এক জোছনা মাখা রাত্তিরে,
শাল, গজারী কিংবা গুল্মলতার বনে,
হাতে হাত রেখে,
নি:শ্বাস ছোঁয়া দুরত্বে বসে,
নিরব রাতের নিস্তদ্ধতায় মিশে,
গায়ে জোছনা মেখে উন্মাদ হবো।
সব পূর্ণিমাতেই হৃদয় ছোঁয়া জোছনা আসে।
তোমার বিরহ আমাকে পোড়ায়,
ক্ষত বিক্ষত করে হৃদয়কে।
তুমি নেই বলে জোছনাও
কেমন যেনো মরা মরা লাগে!
মরা জোছনায় শরীর পুড়ে,
হৃদয় পুড়ে খাঁক হয়।
তুমিও কি নিদারুন মরা জোছনায়,
আমার মতো করে পুড়ো?
তোমার রঙিন আকাশেও কি
হানা দেয় অসহ্য মরা জোছনা?
অসহ্য তৃষ্ণায় জ্বলে কি তোমার
পাথর সম হৃদয়?
©somewhere in net ltd.