![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনমাতানো সবুজ সমাহার পাহাড়ের পাদদেশ
হাহা আঁকা বাঁকা বাঁধানো যে পথ লাগছে বেশ।
মুড়ানো মাধুর্যের বিশালায়তন কেশ।
মনোরম ভালবাসার নয়ন জোড়ানো রেশ।
হিমেল হাওয়ার ঘনঘন নিশ্বাস
পাহাড়ী ললনার অবকাশ।
পাহাড়ি চূড়া বসন্তের রঙে রাঙিয়ে তোলে আকাশ
গড়ে ওঠে বিকেলে এক মনোরম পরিবেশ।
চূড়ায় বসে ললনার আত্মপ্রকাশ
ডানা মেলে একরাশ ফুলেল সুবাস।
পাহাড়ের সৌন্দর্য বেশ বেশ
আনন্দ আর ভালবাসার স্পর্শে চতুর্দিক বিকাশ।
পাহাড়ি সৌন্দর্যের কোলাহল
বাহ এ যেন এক মনোরম পরিবেশ।
©somewhere in net ltd.