![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তাল সমুদ্র। ঢেউ এর গর্জন। ভয় ও আতংক ভরপুর জলরাশি। কূলকিনারা বিহীন গতিবেগ। হঠাৎ উত্তাল ঢেউ এর ভয়ংকর আক্রমণ। আক্রমণ হল জীবনের যুদ্ধ। বেঁচে থাকার প্রবণতা। সমুদ্রের বিশাল ঢেউ এর তাড়নায় শেওলার ওলট পালট। সমুদ্রের অথল জলরাশির মধ্যে বেঁচে থাকার প্রবল ইচ্ছা। জলরাশিকে আঁকড়ে ধরে থাকা। মাঝে মাঝে উত্তাল ঢেউ এর থেমে যাওয়া। শান্ত নীরবতা অনুভূতিহীন জলরাশি। আবার গর্জে, তর্জে ওঠা উত্তাল বিশাল ঢেউ। শাঁ শাঁ গর্জন। ভালবাসা বিহীন ধ্বংসক চালিকাশক্তি ভয়ংকর দুঃস্বপ্ন রুপী উত্তাল ঢেউ। সমুদ্রের উত্তাল ঢেউ এর কূলকিনারা বিহীন গতিবেগ হল জীবনের চলার পথ। জীবন চলার পথে অনেক বাঁধা অতিক্রম করে জীবন যুদ্ধে আঁকড়ে ধরে থাকতে হয়। ভয় ভীতিকে জয় করতে হয়। সমুদ্রের এত ভয়ংকর রুপ থাকা সত্বেও আশাতীত দিগন্তের হাতছানি। সমুদ্রের ভয় ও আতংকের মাঝেও দিগন্তে লাল সূর্যের আভা দেখা যায়। কিনারা বিহীন শেওলার মনে একটু আশা জাগে। সমুদ্রের ভয়ংকর উত্তাল ঢেউ এর ভয় নিরীহ জলরাশি দিগন্তের ছায়া খুঁজে ফিরে। একটু নিরাপদ আশ্রয়ের জন্য। দিগন্তের দেখা পাবে বলে যুদ্ধ করে বেঁচে থাকে। কখনও অবসন্ন হয় না। শেওলার মনে একটাই উৎসাহ জাগে দিগন্তে পৌঁছবে। ভয়ংকর সমুদ্র বারবার চেষ্টা করেও দিগন্তকে ঢেকে রাখতে পারে না। আশার আলো নিয়ে দিগন্ত ডাকতে থাকে । কিন্তু জীবনের দিগন্ত অনেক সময় ঢাকা পড়ে যায় বাঁধা বিপত্তির কাছে। তারপরও এই বাঁধা বিপত্তি পেড়িয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয় দিগন্তের পথে। জীবন চলার পথে স্বপ্নকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হয়। হার না মানা সাহসী মনোভাব নিয়ে দিগন্তে যাওয়ার জন্য পথ চলতে হয়। স্বপ্ন বুনতে হয়। দিগন্তের ডাকে এগিয়ে যেতে হয়। একদিন সফলতা আসবেই। দিগন্তে পৌঁছবেই।
©somewhere in net ltd.