![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা কখনো হয় মিষ্টি, আবার কখনোবা হয় থিতু। যখন দুজনের মধ্যে সমন্বয় থাকে, তখন হয় মিষ্টি। এবং যখন বোঝাপড়ার টানাপোড়ন থাকে তখন হয় থিতু। ভালবেসে ঘর বাঁধার স্বপ্ন সবারই থাকে। কিন্তু, সত্যি কথা বলতে, স্বপ্ন কি সবার পূরণ হয়, হয়না। সত্যিকারের ভালবাসা তখনি হয়, যখন সেই ভালবাসায় দেনাপাওনা থাকে না। অনেকক্ষেত্রে ভালবাসা থাকে আবেগপ্রবণ। কিন্তু, আবেগের তরে ভালবাসতে গিয়ে, কখন যে সত্যিকারের ভালবাসায় পরিনত হয়, যুগল বুঝতেও পারে না।
গোলাপ দেখতে সুন্দর। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, যে গোলাপকে ভালবাসে নাই। গোলাপে কাঁটা আছে। আঘাত করবে, ক্ষত-বিক্ষত করবে, মনটাকে ভেঙ্গে চুরমার করে দেবে। তারপরও ভালবাসে। সেটা আবেক হোক বা অনুভূতি। ভালবার ধর্ম হলো, কখনও হাসায় বা কখনও কাঁদায়। কখনোবা ভালবাসার প্রলয় হয়ে আঘাত করে মনে। এই যন্ত্রণায় ঘৃণা জম্মে, তবুও ভালবাসতে চায়। এটাকে কি কখনও মিথ্যে ভালবাসা বলা যায়। কিন্তু, স্বার্থপর মানুষ কখনও ভালবাসার অর্থ বুঝে না। কারণ, সেখানে ভালবাসা নয়, থাকে অতি উৎসাহিত স্বার্থ।
ভালোবাসো তাকে, যে তোমাকে সত্যিকারের ভালবাসে। মুল্যায়ন করে, সম্মান করে, অগ্রাধিকার দেয়। যে কিনা সবকিছুতেই তোমাকে অনুভব করে। তুমি কাঁদলে সে কাঁদে, তুমি হাসলে সে হাসে।
তাকে মন দিও না, যে তোমাকে সহ্য করতে পারে না। অমূল্যায়ন করে, তোমাকে বুঝে না। কারণ, ভালবাসা সস্তা না। যেখানে সেখানে বিলিয়ে দিও না। ভালবাসা হলো সেই, যেখানে শত দুঃখ কষ্টের মধ্যেও সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। হাজারও স্বপ্ন নিয়ে বেঁচে থাকে ভালোবাসা। ভালবাসা অফুরন্ত। কিন্তু, সব ভালবাসা, ভালবাসা নয়। অভিনয়ের বিষাদতা। কষ্টে বিভোর যন্ত্রণা।
ভালবাসার আরেক নাম, রংধনুর ন্যায় স্বপ্নের সেতু বন্ধন। হাওয়ার ভেলায় মেঘের তরে ভেসে বেড়ানো। ভালবাসার ছোট্ট কুঠির। ভালবাসতে যদি হয়, তাহলে সেই ছোট্ট কুঠিরের যুগল হও। স্বপ্ন বুনো ভালবাসার তরে, যেখানে থাকে রুপালী রৌদ্রমাখা পবিত্র হাসির ঝলকানির মতো ভালবাসা। যে ভালবাসা ছলনা করে, সেটি ভালবাসা নয়। ভালবাসার মোহ।
এই মায়াজালে অনেকেই আবদ্ধ হয়ে, এক সময় দুঃখ, যন্ত্রণার ভারাক্রান্ত মনের যন্ত্রনায় ভুগে নিজের জীবন নষ্ট করে, কষ্টের সাগরে ভাসিয়ে নিরলস হয়ে পড়ে।
©somewhere in net ltd.