![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের বিবেক যা কিছু সত্য বলে তা অকপটে স্বীকার করা এবং লিখে অন্যকে জানানোই আমার অঙ্গীকার
২০শে জানুয়ারী’১৩ রবিবার এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের সোনার ছেলেদেরকে কেউ থামাতে পারছে না। একের পর এক নৃশংসতা পূর্বের ভয়াবহতাকে ছাড়িয়ে যাচ্ছে। তারা কারো কথা শুনে না, বাধা মানে না, সম্মান করে না, নেতৃত্ব মানে না, তারা শুধু রক্ত, অর্থ আর ধর্ষনের মধ্য দিয়ে নিযেদের অস্তিত্বের প্রমান করছে এবং ছাত্রলীগের অতীত ঐতিহ্য বিলীন করছে।
আওমীলীগের বেধে দেওয়া ২৭-২৮ বছরের মধ্যে ছাত্রলীগের মূল নেতৃত্ব দিতে হবে, এই ফ্রেমে পড়েই বর্তমানে ছাত্রলীগের অভ্যন্তরীন অবস্থা ত্রাহী ত্রাহী। কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের চেয়ে ছোট ছোট পদের নেতাদের বয়স বেশী হওয়ায় এবং ছাত্রলীগের রাজনীতিতে তাদের সময় বেশী দেওয়ায় নতুন নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক এই ধরনের নৃশংস ঘটনার জন্ম দিচ্ছে। তাদের হাতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহাই পায়নি, নিরীহ দর্জি দোকানী বিশ্বজিৎ রাজপথে রেহাই পায়নি। অবশেষে ১০বছরের অবুঝ শিশু রাব্বি ও রেহাই পেলো না।
অরক্ষিত বুলেট রাব্বিকে রক্তাক্ত লাশে পরিনত করলো। হত্যা উৎসবে যে ভাবে মেতে উঠেঠে ছাত্রলীগ, এভাবে চলতে থাকলে বাংলাদেশ হত্যা রাজনীতির অভয়ান্যে পরিনত হবে।
তিনি বলেন, আর কত হত্যা নির্যাতন, নিপীড়ন ও ধর্ষন হলে আমাদের প্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী উপলব্ধী করবেন তার পদত্যাগ করার সময় হয়েছে। তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ন ব্যার্থ হয়েছেন। তিনি আরো বলেন, ইবি ্ও বাকৃবি’র ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষনা করলেই রাব্বিকে আর ফিরে প্ওায়া যাবে না। এই ছাত্রলীগ বাকৃবিতে ইতিপূর্বেও প্রগতিশীল ছাত্রদের উপর নৃশংস ও নেক্কারজনক হামলা চালিয়েছিলো। তখন যদি তাদের দৃষ্টান্তমূলক শাতির ব্যাবস্থা করা হতো তা হলে আজ রাব্বির মায়ের আকাশ ভারী করা চিৎকার শুনতে হতো না।
তিনি অবিলম্বে শিশু রাব্বি সহ সকল নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
ধৈঞ্চা বলেছেন: ছাত্ররাজনীতি আইন করে বন্ধ করে দেওয়া উচিৎ। আমরা শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি মুক্ত সুস্থ ও সুন্দর পরিবেশ চাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
আদম_ বলেছেন: আর কদিন পরে যখন গৃহযুদ্ধ শুরু হবে..... উন্নয়ন ধুয়ে ধুয়ে আমরা পানি খাবো........ মারবো এবং মরেবো..... শেষ হয়ে যাবো।