নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

এদের চোখে মুখে নেই কোন লোভ লালসা বা ব্যক্তিগত প্রত্যাশার চিহ্ন।কাদা মাটির মত নরম তাদের শরীরী ভাষা, কিন্তু বুকের মধ্যে দেশ প্রেমের তেজস্বী আগুন।এই মহান মানুষদের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ।বিজয়ের ৪৯ বছর পরের ফলাফল, এই মহান মানুষদের রেখে যাওয়া দেশ প্রেমের চেতনাকে স্বাধীনতার চেতনা নামে বাণিজ্য করে পেট চালাচ্ছে দেশের কথিত রাজনীতিবিদ ,সাংবাদিক, শিক্ষক,বুদ্ধিজীবী।এই লুঙি গেঞ্জি পড়া মানুষগুলো দেশটাকে স্বাধীন করেছিলো একটি মানবিক ও সমঅধিকারের রাষ্ট্র ব্যবস্থার জন্য। স্যুট কোট পরা টাঊট বাটপারদের রুটিরুজি করে খাওয়ার জন্য নয়।মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির গাড়িতে রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়ে ত্রিশ লক্ষ শহীদ ও মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য নয়।

আজ আমরা পরিচয়ে কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, কেউ নাস্তিক, আস্তিক, আওয়ামেলীগ,বি এন পি, জামাত। কিন্তু, এসবের ঊর্ধ্বে বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ের লোকের সংখ্যা এই ভূখণ্ডে খুঁজে পাওয়া এখন দুষ্কর। ৭১ পূর্বে পরাধীন ছিলাম ভিনদেশী শক্তির হাতে, আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি স্বদেশী স্বৈরশাসনে।

মুক্তিযুদ্ধের চেতনা মানে
শুধু শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নয়,
শুধু বিশেষ দিনে আলোচনার ঝড় তোলা নয়।

মুক্তিযুদ্ধের চেতনা মানে
কোন শিশু বাংলাদেশের বুকে ঋনের বোঝা নিয়ে ভূমিষ্ঠ হবেনা।
কোনো বাঙ্গালী অন্য বাঙ্গালীর বুকে আর গুলি চালাবে না।

মুক্তিযুদ্ধের চেতনা মানে
সুশিক্ষা ও প্রযুক্তির হাত ধরে বাঙ্গালী জাতির অগ্রযাত্রার পথে হেঁটে চলা,
জাতীয় স্বার্থে দল মত ভুলে গিয়ে এক সুরে কথা বলা।

মুক্তিযুদ্ধের চেতনা মানে
বাংলার এক একটি ভোর বাঙ্গালীর হাসি মুখ দিয়ে শুরু হওয়া।

বিজয়ের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সকল বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলকে বিজয় দিবসের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা মানে
বাংলার এক একটি ভোর বাঙ্গালীর হাসি মুখ দিয়ে শুরু হওয়া।

........................................................................................
সেজন্য আমাদের সামাজিক আরকেটা যুদ্ধ করতে হবে
দূর্নীতি আর সমাজনীতি ঠিক করার জন্য ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: সহমত ...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.