![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আজীবন কেউ কখনো মন হতে ভালবাসতে পারবে না,আবার আজীবন মন হতে ঘৃণাও করতে পারবে না।
প্রশ্ন যাই হোক উত্তরসব সময় আমার প্রস্তুত। হোক তা অবাস্তব,গাঁজাখুরি কিংবা সত্য মিথ্যার ছায়ায় ঢাকা। তবুও বলতে হবে। না বলতো উপায় নেই। চুপ থাকার চেয়ে কিছু বলাটা সব সময়ই আমার কাছে গর্বের। আর মাত্রাতিরিক্ত বললে তো কথাই নেই। খুশিতে গদগদ করি। আরও বলা শুরু করে দেই। তাছাড়া সবাইতো বলছে। টিভিতে, ব্লগে, ফেসবুকে, চা এর দোকানে, ফুটপাত এ; নানা জায়গায়। তাইতো আমিও বলছি। বোঝার সময় নেই। কে কি বলছে ওঁটা শুনারইচ্ছাও নেই। কারণ সবাইতো আর আমার মতো না। আর আমিও তো বাকিদের মতো নাস্তিক কিংবা তথাকথিত মৌলবাদী নই। মুক্ত চিন্তার মানুষ আমি। আমার কথায় আছে মহৎ ব্যক্তি, দেশপ্রেমের ছাপ। তাদের চিন্তা,উক্তির প্রয়োগ করতেতো জানি। হোক তাঁর প্রয়োগ অপ্রাসঙ্গিক জায়গায়। থাক না তাতে গালি কিংবা অশ্লীলতার ছাপ। তাতে কি? অনেকেইতো আমাকে লুফে নেয়। আর নিন্দুকেরাতো আমার বিরুদ্ধে আজীবন বলবেই। ওরাতো অবুঝ, আদিম। সভ্যতা, আধুনিকতা, মুক্তচিন্তার ছোঁয়াতো আজো ওদের লাগেনি। লাগবেও না।
ওফ! ওদের নিয়ে ভাবছি ক্যান? বৃথা সময় নষ্ট।
আমাকে তো বলতেই হবে,ভাবার সময় কৈ? বোঝার সময় কৈ?
ভাবতে গেলে,বুঝতে গেলে, শুনতে গেলে আমার কথাতো বন্ধ হয়ে যাবে। শুরু হবে মনেরমাঝে আত্মউপলদ্ধি, সত্যমিথ্যার অন্তর্দ্বন্দ, দেখবো নিজের আসল রূপ।
তাই…………………………………………।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: হু।