![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আজীবন কেউ কখনো মন হতে ভালবাসতে পারবে না,আবার আজীবন মন হতে ঘৃণাও করতে পারবে না।
ওরে পাগল মন,
উড়িয়াছ সারাক্ষণ,
রাখিয়াছ কি এই জীব-লোকে?
করিয়াছ অবিচার,
উপড়ে দাড়িয়ে ক্ষমতার,
তাকাওনি নিজের বিবেকের দিকে।
করিয়াছ ছল,
দেখনি অসহায়ের চোখের জল,
রাখিয়া ছিলে নিজেকে অন্ধ করে।
শোননি সত্য কথা,
বোঝনি মানুষের ব্যথা,
চলিয়াছিলে আত্ম অহংকারে।
জীবনের সব সাঙ্গ,
একদিন তোমার হবেই ভঙ্গ,
মাটি তোমারে ডাকিলে।
সব রঙ্গ,
হবে মহাকালে নিমগ্ন,
প্রাণ পাখিটা উড়িলে।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
মরুর বেদুঈন বলেছেন: ঠিক বুঝলাম না।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
হাসান মাহবুব বলেছেন: ওহ, আপনি তো নতুন। সামুর আগের রেটিং সিস্টেমে লাইক বাটনের পরিবর্তে প্লাস বাটন ছিলো ভালো লাগার জন্যে, আর মাইনাস বাটন খারাপ লাগলে। এখনও পুরোনো অভ্যাসবশত প্লাস দিয়ে থাকি।
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
মরুর বেদুঈন বলেছেন: আমি তেমন একটা কিছুই ভেবেছিলাম। কিন্তু ঐযে নতুন হওয়ার কারনে ভাবনাটাকে বিশ্বাস বানাতে চাই নি।
যাইহোক +
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
হাসান মাহবুব বলেছেন: +