নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সভ্য মানুষ হতে চাই। তাই \"সভ্য মানুষ\" এর সংজ্ঞা প্রতিনিয়ত খুঁজে বেড়াই।

মরুর বেদুঈন

আমাকে আজীবন কেউ কখনো মন হতে ভালবাসতে পারবে না,আবার আজীবন মন হতে ঘৃণাও করতে পারবে না।

মরুর বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং .

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

বিড়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে এক এলাকার সব ইঁদুর এক সাথে জড়ো হয়ে বলাবলি করতেছে –বিড়ালগুলোর যন্ত্রণায় আর বাচিনা।............... বিড়াল গুলোর গলায় একটা একটা করে ঘণ্টা বাধা উচিৎ। কিন্তু বিড়াল গুলোর গলায় ঘণ্টা বাঁধবে কে?
-আমি বাঁধবোই। তোমরা কে কে আমার পাঁশে আছো?
-আমার পড়াশুনা আছে, আমি পারবোনা।
-আমার পরিবার আছে, আমিতো ভাই পারছি না।
-চাকুরীতে আমি খুব ব্যস্ত থাকবো।
-আমার মেয়ে অসুস্থ।
-আমার প্রেমিকার মান ভাঙাতে হবে, পারছি না।
-সরি। অ্যাঁই ওয়িল বি বিজি ইন ডোইং করাপশনস, মেকিং সাম গাইস ফুল অ্যান্ড অফকোর্স ইন ইমপোর্টিং সাম স্ট্রং অ্যান্ড ওয়াইল্ড ক্যাটস। সো, অ্যাঁই কান্ট জয়েন। হ্যাভ টু গো। বেস্ট অফ লাক।
-আমার মোবাইল এ চার্জ দিতে হবে। কিভাবে যাই?
-মাসাল্লাহ। বহুত খুব। বহুত বাড়িয়া। খোঁদা আপকি কাম কো আছান কারে। পার হাম আ নেহি ছাঁকতে। আপ লোগতো জানতে হে কে হাম আল-গোলাম থে। হাম কুছ বিল্লি ভাই কা নাখুন তেজ কারনেমে ব্যস্ত রাহেঙ্গে। বারসোকা কাম হে। আব কাইসে ছোঁড়ে?
-আমি কিন্তু এ ব্যাপারে অনলাইন এ ভালো লাইক পাওয়ার মতো লিখা লিখছি। যার কারনে সবার মাঝে বেশ সচেতন মানুষ হিশেবে আমার একটা পরিচিতি পেয়ে গেছে। আমি না গেলেও চলবে।
-দেখুন,আমার মনে হয় ওঁদের গলায় ঘণ্টা বাঁধলে ওঁরা খুব ব্যথা পাবে,যা অইদুরিয়। অন্য কোন পন্থা অবলম্বন করুন। আমি থাকার চেষ্টা করবো।
-ওঃমা। বিড়াল টা না খুববি নোংরা। আমার নতুন জামায় ময়লা লাগবে গো। আগে জানতে পারলে প্রস্তুতি নিয়ে আসতে পারতাম।
-উই মা। আমিতো ভুলেই গেছিলাম আজতো সাদা বিড়াল আর কালো বিড়ালের মুষ্টি যুদ্ধ হবে।
-তাই নাকি? তাই নাকি? কখন?
-এইতো কিছুক্ষণের মধ্যেই।
-জলদি চলো। এর উপরে ফেছপেপারে ভালো ভিউ আর মার্কেটিং পাওয়ার জন্য জলদি কিছু লিখতে হবে।
এরপর সবাই এক সাথে বলে উঠলো, “আসলেইতো, আসলেইতো, চল যাই দেখি।”
এরপর সবাই যে যার কাজ ভুলে সাদা কিংবা কালো বিড়ালের পক্ষ নিয়ে তাঁদের উৎসাহ দিতে চলে গেল। আর নিজেরাই সাদা কিংবা কালো বিড়ালের পক্ষ নিয়ে আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক করতে করতে খেলা উপভোগ করতে লাগলো।
অ্যাট দ্যা এন্ড হ্যাপী রিসেস ফর অ্যা হোয়াইল।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার জীবন দিতে পারবো না,তোমার দিতে হয়-দাও।। ফলাফল কিন্তু আমরা পাবোই।। এটাই সত্যি এবং বাস্তব।। এভাবেই নূর হোসেন,মিলনরা প্রান দিয়ে আমাদের চলার পথকে সূগম করে।।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:১২

মরুর বেদুঈন বলেছেন: সেই সুগম, এখন কতটা সুগম?
সেই নুর হোসেন জীবন দিলো, আজকের নুর হোসেন কত জীবন নিলো?
এমন কত মুজিব, রফিক, শফিক, সালাম, বরকত নামধারী আছে পথ দুর্গম করতে। করেছেও। কে থামাবে?
এইসব নিয়ে বলাটাই হয়তো আমার শিরোনামের সার্থকতা।

২| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার স্যাটায়ার।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬

মরুর বেদুঈন বলেছেন: হু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.