![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আজীবন কেউ কখনো মন হতে ভালবাসতে পারবে না,আবার আজীবন মন হতে ঘৃণাও করতে পারবে না।
হে মহামান্য,
তোমায় ভোট দেয়ার জন্য,
আমায় আজ করেছো কি ধন্য?
হে মহামান্য,
আজ তোমার জন্য,
ব্যস্ত রাজপথের একপাশ শুন্য।
হে মহামান্য,
তোমার কি সময় আছে রাস্তার
ঐপাশটা তাকানোর জন্য?
হে মহামান্য,
আমার মত আমার সময়টাও তোমার কাছে নগণ্য,
এইসব না শুনে না দেখে তুমি কি আজ সত্যি ধন্য?
হে মহামান্য,
তোমায় ভোট দেয়ার জন্য,
আমায় আজ করেছো নগণ্য।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল।