নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
প্রবাস জীবনের ১ বছরের প্রান্ত সীমায় এসে আজ মাকে যতটা মিস করছি আগে কোন দিন করিনি এতটা। ২ টা ঈদ আর সেই সাথে জীবনের অনেক গুলো আনন্দের দিন ই কেটে গেছে মাকে ছাড়াই।কিন্তু মাকে ছাড়া কোন আনন্দই যে মাকে ছড়া পূর্নতা পেল না। জানি না মাকে আবার কবে কাছে পেয়ে কপালে চুমু একে দিব। কিংবা মায়ের হাতের সেই সোনা মাখা ছোয়া আমার ভিতরে থাকা সবটুকু অস্তিরতা মুছে দিবে।মা তোমায় অনেক ভালবাসি মা। আমার মা দুঃখিনী মা।
©somewhere in net ltd.