![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
খুব আলাদা করে কোন ব্যাখ্যা লেখার কারন নেই এখানে।তাপমাত্রা -৫ থেকে -১৫ থাকে সাধারনত।তাই আর এটাকে তাপমাত্র বলি না, শীতমাত্র বলি।রাতে হালকা তুষার পড়ছিল। সকালে উঠে দেখি চারদিক সাদা। ক্লাশে গেলাম সকাল ৮ঃ৩০ এ। ১১ টায় বের হয়ে দেখি আবারও শুরু হয়েছে চমৎকার সাদা বৃষ্টি মানে তুষারপাত।তার্কিশ ভাষায় যেটাকে "খার" বলে।ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম এবং তুলে ফেললাম ক্যাম্পাসের কিছু ছবি। লাল বিল্ডিং টা যেহেতু আমার ডিপার্টমেন্ট তাই সব থেকে বেশি ছবির সে'ই দাবী রাখে।।
তুরস্কের এস্কিশেহির শহর এর আনাদলু বিশ্ববিদ্যালয় থেকে তোলা আলোকচিত্র গুলো।।
#তুরস্ক ছবিমালা
ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
পথিক৬৫ বলেছেন: পড়ি পড়ানোর যোগ্যতা হয় নাই
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আমার খুব একটা স্বপ্ন তুষারপাতে ভিজবো, এমন কিছু তুষার ঢাকা ছবি তুলবো.......ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭
আশফাক ওশান বলেছেন: ছবি গুলো দেখে ঠান্ডায় জমে গেলাম!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
"খুব আলাদা করে কোন ব্যাখ্যা লেখার কারন নেই এখানে।তাপমাত্রা -৫ থেকে -১৫ থাকে সাধারনত। "
-তাপমাত্রার কোন ইউনিট দেয়ার দরকার আছে, নাকি -৫, -১৫ বলেই হলো?
-আপনি কি ওখানে পড়েন, নাকি পড়ান?