নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

মাওলানা ও বেশ্যার ঘটনা।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১



হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি (রঃ) একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলে।সাথে তার কিছু শাগরেদও ছিল। পথের মাঝে একদল মহিলার সাথে তাদের দেখ হল এবং তারা হযরত কে সালাম দিল।মহিলাগন এসে তাকে বললেন হুজুর আমরা তো অনেক পাপী।আমাদের জন্য দোয়া করুন।আমরা যেন সঠিক পথে জীবন যাপনের একটা পথ খুজে পাই।
মাওলানা জানতেন না আসলে এই মহিলারা কারা।
মহিলার দল তাদের অতিক্রম করে চলে গেলে মাওলানা তার এক শাগরেদ কে জিজ্ঞেস করলেনঃআচ্ছা এরা কারা।আর এরা কি বা এমন খারাপ কাজ করে,যে তারা ভাল হতে চাচ্ছে?
শাগরের লাফিয়ে এসে জবাব দিলঃ হুজুর!এরা খুব খারাপ মহিলা।এরা فاحشه বা বেশ্যা।এদের জন্য আপানার দোয়া করা ঠিক হবে না।
মাওলানা জবাব দিলেনঃ এরা নিশ্চই তাদের নিজেদের মাঝে বেশ্যাবৃত্তি করে না? তাদের কাছে যারা যায়, তারা তোমার আর আমারই কাছের কেহ।এরা তো কোন পন্থা না পেয়ে এই পথে গিয়েও অনুশোচনা নিয়ে ভাল হতে চায়।কিন্তু যারা এদের কাছে যায় তারা তো অনেক অর্থের মালিক আর তাদের কোন অভাব নেই।যে অভাব আছে সেটা তারা চাইলেই মিটিয়ে ফেলতে পারে।আর তারা তাদের কাজের জন্য অনুশোচনাও করে না।এবার তুমিই বল কারা উত্তম?
ফ্যাক্টঃ আমাদের সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা আমাদের ভাল আর খারাপের বিচার করারও অনুমতি দেয় না।।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫

প্রাইমারি স্কুল বলেছেন: রেফারেন্স কি? দিলে ভালো হয় না হলে মানুষ মনে করবে মাওলানার নামে মিথ্যাচার।

২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

পথিক৬৫ বলেছেন: কথা একঃ এটা মাওলানার গ্রন্থ থেকে প্রাপ্ত।তবে আমি পেয়েছি অন্য স্থান থেকে।তাই সঠিক গ্রন্থের নাম টা আপাদত দেয়া যাচ্ছে না।
কথা দুইঃ এটা মিথ্যাচার নয়।আর যদি হয়েও থাকে কথা তো বাস্তব।

৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, মওলানা সঠিকভাবে ভাবতে পারতেন। এখনকার মওলানাদের অবস্হা কি রকম?

৪| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

ইমরান আশফাক বলেছেন: জব্বর পোস্ট, আমিও সম্পূর্ন একমত মওলানার সাথে।

৫| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যথার্থ!

৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৭| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

কানিজ রিনা বলেছেন: সত্য উপস্থাপনের জন্য ধন্যবাদ। মৌলানা এমনই হওয়া উচিৎ। প্রোজকোয়াটারের মেয়েরা
অসহাত্ব্যর দুর্বলতায় সেখানে বিক্রি হয়।
তাদের নরক বাস শুধু মাত্র পেটের দায়।
তারা প্রোজ। তাদের গায়ে দাস পড়ে যায়।
যারা ওখানে গোপনে যায় তারা পুরুষ। তারা
সাধু দিনের আলোয় কোর্ট পড়া সাহেব সমাজের ভাল মানুষ। এৃনকি মসজিদেও তারা
যাতায়াত করে আমার নিজের চোখে দেখা।
তবে আমি তাদের উভয়েকে বেশ্যা বলি।
কারন বেশ্যার কোনও জেন্ডার নাই।
ভাল লাগল আপনার উপস্থাপনা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.