নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

লাশ পাওয়া গেল আমার বন্ধুর।।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৫



আমাদের ক্লাশমেটদের মাঝে সবার থেকে সহজ সরল ছেলেটি চলে গেল।ভাবলেই কেমন হু হু করে ভেতর থেকে কান্না আসে।ডুবুরিদের ৩৬ ঘন্টার প্রচেষ্টায় গত রাতে তার লাশ পাওয়া গেল।

বি-বাড়িয়া কাউতলির কুরুলিয়া রেললাইনের ব্রিজে বিপরীত দিক থেকে আসা ট্রেন থেকে বাঁচতে ঝাঁপ দেন পানিতে।
নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর রসুলপুর থেকে আশরাফ এর মরদেহ পাওয়া গেছে।

এখানে একটা প্রশ্ন থেকে যায় যে,রেল লাইন থেকে রেল আসিতেছে সেই অবস্থায় রেল ব্রিজে কিভাবে সাধারন মানুষ প্রবেশ করে? সেখানের সিকিউরিটি কি করে? দেখার কি কেউ নেই।আর রেল ব্রিজ গুলোও বা কেন এভাবে বানানো যে পাশে কোন মানুষ দাড়াতে পারবে না?

এই প্রশ্ন গুলোর কি কোন জবাব আছে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

স্বতু সাঁই বলেছেন: রেল লাইনের পরিসীমায় চলাচল নিষিদ্ধ। এক কথায় সকল প্রশ্নের উত্তর শেষ। তাই নিষিদ্ধ এলাকায় কোন দূর্ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব নিজের। তাই সচেতন নিজেকে হতে হয়, অন্যকে দোষারোপ করে নয়।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

পথিক৬৫ বলেছেন: আচ্ছা।

২| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯

তপোবণ বলেছেন: ভাই মর্মাহত হলাম। কাল থেকেই খবরটা শোনার মনটা খারাপ ছিল। আল্লাহ এই সহজ সরল ভাইটির জন্য জান্নাত দান করুন। আশরাফ কি সাতার জানতো না?

৩| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

সামিয়া বলেছেন: ইন্নালিল্লাহ।। উনার আত্মার মাগফিরাত কামনা করছি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.