নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

পাগলীটাও মা হয়েছে, কেউ হয় নাই বাবা।।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২


"পাগলীটাও মা হয়েছে, কেউ হয় নাই বাবা", শিরোনাম দেখেই কেমন যেন একটা প্রশ্ন উকি দিল মনে। তাই না? বুঝে উঠার সাথেই মনুষত্বহীন একটা চিত্র ভেসে উঠে মনের চিত্রকলায়।
এটাও ভাবা যায়?
আমরা মানুষ কত নিচে নামতে পারি?
আমরা কত ভয়ংকর হতে পারি?
আমরা কি আদৌ এখন মানুষের কাতারে আছি?
ক্ষনিকের নষ্ট আর নোংরা আনন্দের জন্য আর একটি ভবিষ্যতহীন জীবনের আনায়ন। কত বড় মানবতাহীনতা
আমাদের ঘিরে ফেলেছে।
কত বড় অপরাধী আমরা হয়ে উঠেছি। কত বড় নিষ্ঠুর আমরা। সিমার কিংবা তার দোষরদের থেকেও বেশী।

আসুন মানুষ হই।।


মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন: পাগলীটা শুধু মা হয়নি আমাদের নামমাত্র সভ্যতার মুখে ----- করেছে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !!!!

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

মরুচারী বেদুঈন বলেছেন: এখনকার ছেলেপেলেদের কাজ কর্ম দেখলে ভয় হয়!
কারণঃ এদের হাতেই যাবে প্রাণের বাংলাদেশ!

এর জন্য কারা দায়ী?

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষের ভেতরের পশুত্ব বড় ভয়ংকর। তাই মানুষ পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: মানুষের ভিতরে বাস করে ভংকর নিকৃষ্ট পশু, সেই পশুরাই এমন কাজ করে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার মানুষ হওয়ার সম্ভাবনা আছে কিনা আদৌ?

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

কানিজ রিনা বলেছেন: শীরোনাম দেখেই চোখে পানি এসে গেল।
শুধু কি পাগলি? পতিতাদের সন্তানদের বাবা
কারা? এই পতিতাদের মিথ্যা ভুলিয়ে বিক্রি
করা হয় তারা কারা? কাদের জন্য এই
ব্যবসা। ইস্টসনের ফুটপাতের বাচ্চাদের জিজ্ঞেস
করেন বাবার নাম বলতে পারেনা।
কত কত কাজের নকরানী কিশোরী যবতী
মেয়েরা মা হয় ঘরের মালিক বা ছেলের
দ্বারা তাদের বাচ্চাগুল রাস্তায় নালায় ঝোপে
ফেলে রাখা হয়। কত কত নারী প্রেমের নামে
নষ্ঠ হয় তাদের বাচ্চারও দুনিয়া দেখার আগে
আব্রোশন হয় নয়তো ফেলে দেওয়া হয়।
অন্ধকারে অংকুরোদগম শিশুরা অন্ধকার
জগতেই বড় হয় স্টেসন ফুটপাত বা কোনও
ঝুপড়ি খোপে। আপনার সুন্দর উপস্থাপনের
জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশের পুলিশ ঘুষ খেয়ে আসামী ছেড়ে দেয়, যে দেশের রাজনীতিবিদরা সন্ত্রাসী, ধর্ষকদের জন্য তদবির করে, যে দেশে ইসলামের চর্চা বেড়ে গেলে মূত্রমনাদের গাত্রদাহ শুরু হয় সে দেশে এসব হতেই পারে, ব্যপার না...

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

আবু তালেব শেখ বলেছেন: অস্বাভাবিক

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

আমি তনুর ভাই বলেছেন: সে ও বাংলাদেশী নারী।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: পাক বাহিনীর করে যাওয় আচরন পুনরাবৃত্তি হচ্চে এখনো এই দেশে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

তাসবীর হক বলেছেন: আমাদের এলাকায় এক পাগলী আছে।তার ভাই তার চোখের সামনেই শট সার্কিটে মারা যায়।সে শক নিতে পারেনি।এখন বাইরে বাইরে ঘুরে।কেউ কিছু দিলে খায়।প্রত্যাশা করি সমাজের এই বিশেষ ধরণের মানুষগুলো যেন সবসময় সহানুভূতি পায়।তাদের অবস্থা যেন আপনার লেখার মত না হয়...

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

কানিজ রিনা বলেছেন: টেকনাফ তেতুল ঠিকই বলেছেন। দেশ এখনও
স্বাধীন বিশ্বাস করতে কষ্ট হয়।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

মলাসইলমুইনা বলেছেন: এই লেখাগুলো না লিখলে কি হয়না ? ফটোগুলো না ছাপালে ? জানিতো এখনো বাঙাল হয়েই আছি মানুষ হতে পারিনি ! কিন্তু এতটা অমানুষ হয়ে গেছি ভাবতে সত্যিই খারাপ লাগে |

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

মশার কয়েল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.