নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
পোল্যান্ড এর রাজধানী ওরাশতে আসা এরাসমুস প্লাস শিক্ষার্থীদের মাঝে তাদের অভিজ্ঞতা নিয়ে একটা একটি ভিডিও তৈরী করেছি। যদিও এটা একটা কোর্স এর অধীনেই ছিল। তবে ২ জনের গ্রুপের ১ জন অলস হলে যা ঘটে সেটাই ঘটেছে আমার সাথে। ভিডিওগ্রাফি থেকে শুরু করে এডিট অব্দি সব করে করে বেশ ক্লান্ত। কেমন হইয়েছে সেটা এখনও জানি না। কারন টিচার এখনও গ্রেড প্রদান করেন নাই। তবে আপনাদের থেকে মতামত আসতে পারে।।
ইউটিউবে দেখতে পারেন এই লিংক থেকেঃ https://youtu.be/LG7LoGCATC4
চ্যানেল সাবস্কাইব এবং শেয়ার করাও যেতে পারে।।
ধন্যবাদ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
শাহিন-৯৯ বলেছেন: ২৭ মিনিটের এত বড় ভিডিওটা দেখা যাবে না, এমবি নাই। ১ মিনিট দেখেছি, দেশটা বেশ গুছালো মনে হচ্ছে।